Logo

সারাদেশ

কালীগঞ্জে টংগী–ঘোড়াশাল সড়ক ফোর লেনের দাবিতে মানববন্ধন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৯

কালীগঞ্জে টংগী–ঘোড়াশাল সড়ক ফোর লেনের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে টংগী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক সড়ককে ফোর লেনে উন্নীত করার দাবিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার বাইপাস মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

তিনি বলেন, ‘টংগী থেকে ঘোড়াশাল পর্যন্ত সড়কটি ফোর লেনে উন্নীত হলে রাজধানীর সঙ্গে গাজীপুর ও আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ হবে। এতে জনদুর্ভোগ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পাঞ্চল কেন্দ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর জামায়াতের মো. হামিমুল এহসান। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের সাবেক উপজেলা আমীর মো. মোখলেছুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা সরকারের কাছে দ্রুত ফোর লেনে উন্নীত করার জন্য আহ্বান জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর