Logo

সারাদেশ

পটিয়ায় বিস্ফোরক-হত্যাচেষ্টার মামলায় আ.লীগ নেতা আটক

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৩

পটিয়ায় বিস্ফোরক-হত্যাচেষ্টার মামলায় আ.লীগ নেতা আটক

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা এবং বিদ্যুৎ চুরির তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান, আবুল কাশেম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াইশ ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন আবুল কাশেম।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তার নেতৃত্বে অতীতে তাদের দলের কর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করা হয়েছিল।

মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ হত্যা / খুন মামলা আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর