ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাক চাপায় স্বাধীন মোল্লা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন মোল্লা সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষ করে শহরের দিকে যাওয়ার পথে হামদহ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় সামনে থেকে আসা একটি ট্রাক তার ওপর চলে আসে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাক ও চালক আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থেকে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম বুরহান উদ্দীন/এআরএস

