বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল সম্প্রসারণে উদ্যোগ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণের জন্য ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্স-রে, চক্ষু কর্ণার, ফ্রি ক্যাম্প, ডায়ালিসিস সেন্টার, থেরাপি সেন্টার, রোগী কল্যাণ ফান্ডসহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে। হাসপাতালটি কেবল ডায়াবেটিস রোগীর জন্য নয়, বরং পূর্ণাঙ্গ হাসপাতালের মতো সেবা প্রদান করবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থানচি স্টেশন সংলগ্ন বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এ কথা জানান বান্দরবান ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল ২০১১ সালে নির্মিত হলেও দীর্ঘদিন কার্যক্রম তেমনভাবে চোখে পড়েনি। অনেকটা পরিত্যক্ত ভবনের মতো অবস্থায় পড়ে ছিল। বান্দরবানে যে একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে, তা অনেকেই জানতো না। আমরা চাই, ভবিষ্যতে বান্দরবানবাসী খুব সামান্য ফি দিয়ে এই হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।’
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বান্দরবান ডায়াবেটিস সমিতির সহসভাপতি মুজিবুর রশীদ, অধ্যাপক ওসমান গনি, সম্পাদক মোজাম্মেল হক, সদস্য খোরশেদ আলম এবং হাসপাতালের কনসালটেন্ট ডা. অংসালু মার্মা। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে ১৪ নভেম্বর বান্দরবানে পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস।
সোহেল কান্তি নাথ/এআরএস

