Logo

সারাদেশ

চাঁদপুরে লকডাউনে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

চাঁদপুরে লকডাউনে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাক দেওয়া সারাদেশব্যাপী লকডাউনের মধ্যেও চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে আন্তঃজেলা বাস, ঢাকাগামী লঞ্চ এবং চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেন যথারীতি চাঁদপুর থেকে ছেড়ে যায়। শহরের সকল যানবাহনও সকাল থেকে স্বাভাবিকভাবে চলাচল করছে। ফজরের নামাজের পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালতে কার্যক্রম স্বাভাবিক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে।

এর আগে, বুধবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী মাঠে নামতে দেখা যায়নি।

চাঁদপুর লঞ্চঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী জানান, ‘আজ সকাল থেকে সব লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা কম।’

চাঁদপুর শহর জামাতের আমির এডভোকেট মো. শাহজাহান খান বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে থাকি। যারা আগুন-সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের চাঁদপুরে বের হতে দেওয়া হবে না।’

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর