লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪১
ছবি : বাংলাদেশের খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে ইসলামপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শরিফুল ইসলাম খান ফরহাদ।
মিছিলে বক্তারা বলেন, ‘জাতি এখন গণতন্ত্রে উত্তোরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এজন্য দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের অপকর্ম ঢাকায় ঘোলা পানিতে মাছ শিকারের মতো চেষ্টা করছে। তারা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্রকামী জনগণ আওয়ামী লীগের এই অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যেকোন মূল্যে ফ্যাসিস্টদের অপতৎপরতা রোধ করতে হবে এবং জনগণের জানমাল সুরক্ষা ও দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক এবং জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মণ্ডল।
মেহেদী হাসান/এআরএস

