Logo

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই ক্যাম্পের শিক্ষা কার্যক্রম সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম পুনঃপ্রবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া।

বুধবার (১২ নভেম্বর) বিকালে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ফাউন্ডেশনের ‘গ্লোবাল ফাইভ জিরো ক্যাম্পেইন’-এর আওতায় রোহিঙ্গাদের কল্যাণে ফ্রি মেডিকেল সার্ভিস এবং বিদ্যালয় পুনঃচালুর কার্যক্রম শুরু হয়েছে। ফাউন্ডেশনের মেডিকেল টিম গত তিন দিনে প্রায় ৮০০ রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। এই কার্যক্রমে চারজন অভিজ্ঞ চিকিৎসক এবং ১৬ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।

চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া আরও জানান, স্থানীয় শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা শিশুদের বিদ্যালয় পুনরায় চালুর রোডম্যাপ গ্রহণ করা হয়েছে, যাতে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষার ধারাবাহিকতা ফিরিয়ে আনা যায়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের প্রাক্তন পরিচালক ড. সুলতানা খানম রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় খ্যাতনামা মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম বলেন, ‘রোহিঙ্গারা এখনও নিজেদের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ পাচ্ছে না। বাংলাদেশ তাদের জন্য অনেক কিছু করেছে, তবু মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের আরও পাশে দাঁড়াতে হবে।’

বক্তারা আরও জানান, রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, এটি ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার বিষয়। তারা মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত এবং রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর