Logo

সারাদেশ

কুমিল্লায় অবস্থান কর্মসূচি

গণভোট ও জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না ইসলামি ৮ দল

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

গণভোট ও জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না ইসলামি ৮ দল

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় ৮ ইসলামি দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টাউন হলের মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। এজন্য আমাদের মাঠে নামতে হচ্ছে। বাংলার জনগণ ফ্যাসিবাদের অপকর্ম সহ্য করবে না।’

তারা আরও বলেন, ‘গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামি ৮ দল। আমরা নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু আমাদের ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ব্যতীত এভাবে নির্বাচনে যেতে পারি না। জনগণ এটি মেনে নেবে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন, জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার এবং ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসানসহ আট ইসলামি দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর