লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৪
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্বাস হোসেনকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন সেল, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের অবকাঠামোগত উন্নয়ন, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন, মাদক, অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পাশাপাশি সাম্প্রতিক ইটভাটাবিরোধী অভিযান ও সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে এই হুমকি দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, হুমকি-ধামকি দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। কোনো হুমকি সাংবাদিকতার স্বাধীনতা বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্তের কাজ চলছে। সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে।’
উল্লেখ্য, ১০ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক আব্বাস হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে তাকে ও পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেয়। পরে ওইদিন রাতেই আব্বাস হোসেন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আব্বাস হোসেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের পাশাপাশি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

