Logo

সারাদেশ

ভাঙ্গায় চার ঘণ্টা বন্ধের পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

ভাঙ্গায় চার ঘণ্টা বন্ধের পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী, মুনসুরাবাদ ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ‘অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরোধিতা জানিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। তারা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা ঘুরে বিভিন্ন সড়কে মিছিল প্রদর্শন করে।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ বিক্ষোভ সড়ক অবরোধ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর