Logo

সারাদেশ

সাভারের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:১০

সাভারের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাভারে ২৮ জন, আশুলিয়ায় ১১ জন ও ধামরাইয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ জানায়, গতকাল ও আজ (গত ২৪ ঘণ্টায়) আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল মিয়া জানান, ‘গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে।’

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, ধামরাই থানা এলাকায় গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পরিবহন তল্লাশি, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গতকাল বিকেল থেকে সাভারের আমিনবাজার চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের পরিচয় যাচাই করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে যৌথ বাহিনীর টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আরাফাতুল ইসলাম জানান, “গতকাল যেমন চলছিল, সেভাবেই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল ডিউটি চলছে, সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ তৎপরতা বজায় রাখা হয়েছে।”

এদিকে, সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া জামায়াতে ইসলামী, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর