Logo

সারাদেশ

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:১৭

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের পর সিসি ক্যামেরা স্থাপন

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। গত রাতের ঘটনায় স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন ধরানো হয়।

গত রাত দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন জ্বালানো হয়।

এই ঘটনায় একটি ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কোন ধরনের বড় ক্ষয়ক্ষতি রোধ করে।

এরপর আজ দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিছিল বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল জুলাই স্মৃতি স্তম্ভে শেষ হয়।

এই সময় বরগুনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানে আগে থেকেই সিসি ক্যামেরা স্থাপন করা উচিত ছিল। পুলিশের টহলের মধ্যেও কীভাবে অগ্নিসংযোগ ঘটলো তা আমার বোধগম্য নয়। তবে ঘটনার পর ক্যামেরা স্থাপন করা হয়েছে, এজন্য প্রশাসনকে ধন্যবাদ। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য আমরা অনুরোধ জানাই।’

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. সুজন বলেন, ‘এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে দাবি, নিরাপত্তা আরও জোরদার করতে হবে।’

বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ‘আমরা আগে থেকেই গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছিলাম। গত রাতে কয়েকজন স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে অন্ধকারের কারণে দুর্বৃত্তদের ধরে ফেলা যায়নি। গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলার পর আজ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই সনদ জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর