Logo

সারাদেশ

নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:১৮

নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি : বাংলাদেশের খবর

চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি পাশের পর্যায়ে পৌঁছেছে। এ আইন পাশ হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে কিছুটা সুরক্ষা পাবেন। এছাড়া তিনি জানিয়েছেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি আরও কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে, যা অচিরেই পাশ হবে বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৪৫ জন গণমাধ্যম কর্মী অংশ নেন।

কর্মশালায় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর দেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তারসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমরা কেউ কাউকে দোষারোপ না করে আমাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করলে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতি দূর হবে এবং দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে।’

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর