শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৩
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে হাবিবা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাছ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হাবিবা শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ মধ্যপাড়া গ্রামের আসাদুজ্জামান আসাদের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় হাবিবা বাড়ির পাশে খেলা করছিল। পরে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পুকুরের পাড়ে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সকালে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পুকুরে পড়ে যায়, তারপর আর তাকে খুঁজে পাইনি।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আতাউর রহমান সোহেল/এআরএস

