রাজশাহীতে বিচারকের বাসায় ছুরিকাঘাতে ছেলে নিহত, স্ত্রী আহত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৯
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া থাকতেন। নিহত তাওসিফ রহমান স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আহত তাসমিন নাহার ও লিমন মিয়া হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সন্দেহভাজন হামলাকারী লিমনের বাড়ি প্রাথমিকভাবে গাইবান্ধায় বলে জানা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ডাবতলার বাসায় ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয়েছেন।’
বাসার ব্যবস্থাপক মাহবুব সাংবাদিকদের বলেন, ‘ভবনের পাঁচতলার এক গৃহকর্মী ঝামেলা হচ্ছে বলে নিচে খবর পাঠায়। দ্রুত সেখানে গিয়ে সুমন, তার মা তাসমিন নাহার ও লিমন মিয়া নামে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখি। এরপর সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় তাসমিন নাহারকে হাসপাতালে আনা হয়। তার শরীরে অস্ত্রপচার চলছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তিনি আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমবি

