Logo

সারাদেশ

মণিরামপুরে ইটভাটার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৭

মণিরামপুরে ইটভাটার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

যশোরের মণিরামপুর উপজেলায় ইটভাটার কাদামাটি তৈরির মেশিনে আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার মাসনা-সরুপদাহ এলাকায় মেসার্স বোল্ড ব্রিকস নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন জাকির। বৃহস্পতিবার বিকেলে তিনি কাদামাটি ইট তৈরির মেশিনটি পরিষ্কার করতে যান। এ সময় হঠাৎ মেশিন চালু থাকায় তিনি এর ভেতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে।

ইটভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির দীর্ঘদিন ধরে ভাটায় কাজ করছিলেন। মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত তিনি এর ভেতরে পড়ে মারা যান।

মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাদামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর