Logo

সারাদেশ

কুমিল্লা সিটি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:১৭

কুমিল্লা সিটি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সিটি কলেজে নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় কুমিল্লা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজন করা এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আক্তার বলেন, ‘নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কুমিল্লা সিটি কলেজ ইতিমধ্যে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে। ডিজিটাল ক্লাসরুম, সিসি ক্যামেরা এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলেজটি কুমিল্লার অন্যতম মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরাই হবে আগামী দিনের সুশিক্ষিত ও সুশৃঙ্খল নাগরিক।’

সভাপতির বক্তব্যে কলেজের সভাপতি সেলিম রেজা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষা কেবল বইপড়া নয়, এটি একটি চরিত্র গঠনের প্রক্রিয়া। কুমিল্লা সিটি কলেজ সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। নবীনরা যেন জ্ঞান, শৃঙ্খলা ও মানবিকতায় নিজেদের গড়ে তোলে, সেটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ কাজী মাহাবুব হাছান, গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার এবং কুমিল্লা সিটি কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন কলেজের অধ্যক্ষ মো. নাদিমুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথিদের মন জয় করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথির উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম ছিল প্রাণবন্ত ও আনন্দমুখর।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর