আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতির চেতনায় বিএনপির বর্ণাঢ্য র্যালি
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ২০:৩৮
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বিএনপি। ছবি : বাংলাদেশের খবর
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় র্যালি বের হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি আলফাডাঙ্গা সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বক্তব্য দেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওহাব পান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিয়া, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান ও প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ অন্যান্য নেতাকর্মীরা।
এমবি

