আলফাডাঙ্গায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:২৬
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ বলেন, ৩১ দফা হলো গণমানুষের চুক্তিপত্র। এতে রয়েছে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রই জনগণের আসল শক্তি। অধিকার প্রতিষ্ঠার এই পথ থেমে থাকবে না যতদিন না সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ন্যায়, সমতা ও উন্নয়নভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম প্রমুখ।

