ব্যাটারিচালিত রিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৪
ছবি : সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে মোহাম্মদ আলী (৩২) নামে এক রিকশাচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় মোহাম্মদ আলী ঘরের ভেতর অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নি বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জিয়াউর রহমান জিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- মাহমুদা আক্তার/এমআই

