খাগড়াছড়িতে মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৫:০৬
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় মারমা মহিলা ঐক্য পরিষদের ভূমিকা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
- ছোটন বিশ্বাস/এমআই

