Logo

সারাদেশ

কিশোরগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগ, ৪ লাখ টাকার ক্ষতি

Icon

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৫:১৭

কিশোরগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগ, ৪ লাখ টাকার ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের নিকলীতে গভীর রাতে ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তাপে পাশেই থাকা আরেকটি নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মালিকদের দাবি-দুটি নৌকা মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মো. আবুল কালামের মালিকানাধীন ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাটি রাতে ঘাটে বেঁধে রাখা ছিল। গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা নৌকাটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী পানি টেনে নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো ট্রলারটি পুড়ে যায়। পাশাপাশি মালিকের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার সামনের অংশও আগুনে দগ্ধ হয়।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

  • মো. হাবিব মিয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর