Logo

সারাদেশ

সারা দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৫:২৮

সারা দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় র‌্যালী, আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। সারা দেশের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকালে শহরে র‌্যালী বের করা হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য দেন-স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএমএইচ হাসপাতালের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল হান্নান।

ফেনী প্রতিনিধি : ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। এতে সমিতির এডহক কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সকালে ডায়াবেটিক সেন্টার থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেন্টার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিকি এবং উপস্থিত অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র‌্যালি ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে বন্দরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি পালিত হয়। লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা. ফারুক হোসেন।

নড়াইল প্রতিনিধি : সকাল ১০টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে নড়াইল জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়ায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বেলা ১১টায় সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নিজস্ব মিলনায়তনে এ আয়োজন করে সাতকানিয়া ডায়াবেটিক সমিতি। সভায় সভাপতিত্ব করেন-সাতকানিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি আবুল কালাম শামশুল হক। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ। 

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর