Logo

সারাদেশ

কুষ্টিয়ায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপির এমপি প্রার্থী

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৬

কুষ্টিয়ায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপির এমপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন। এমন ঘটনায় স্থানীয়ভাবে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগদানের আগে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা। এরপর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে বলছেন এটি শোভনীয় নয়, আবার কেউ এটিকে সামাজিক সৌজন্যতা বলেও মনে করছেন।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, ‘তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন, এটি সত্য। তার সঙ্গে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে, সেই সূত্রে হতে পারে। তবে আমরা কেউ উপস্থিত ছিলাম না।’

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তাৌহিদুল ইসলাম বলেন, যার কবর জিয়ারত করেছেন তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তার ছেলে যুবলীগ নেতা, তার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি, বিএনপির মনোনীত প্রার্থীর জন্য আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা শোভনীয় নয়। মানুষ এটিকে খারাপ বলছে।

জানতে চাইলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, তিনি (আব্দুর রাজ্জাক) আওয়ামী লীগ নেতা ছিলেন, এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানি তিনি জাতীয় পার্টি করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তাছাড়া অনেক বছর আগেই তিনি মারা গেছেন। সুতরাং সেই আলোচনা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সৌজন্যতার দিক থেকে তার কবর জিয়ারত করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বাংলাদেশের খবরকে বলেন, এটা কোনো ইস্যু নয়। এটি সামাজিক সৌজন্যতা। অনেকের পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন থাকলে এটা স্বাভাবিক।

আকরামুজজামান আরিফ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর