১৭ তারিখ আওয়ামী দোসরদের প্রতিহত করতে মাঠে থাকব : মনজুর এলাহী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি : বাংলাদেশের খবর
১৭ তারিখ আওয়ামী দোসরদের প্রতিহত করতে মাঠে থাকব বলে জানিয়েছেন নরসিংদী-৩ শিবপুর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত ইটাখোলা মোড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসভা ও গণমিছিল কর্মসূচিতে তিনি এই কথা বলেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনীত না করা হলেও ধানের শীষ প্রতীকের পক্ষে এই জনসভা ও গণমিছিল করেছেন নেতাকর্মীরা।
মনজুর এলাহী বলেন, ‘ভারতে পালিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনার বিগত দিনের গুম, খুনের বিচারের রায় হবে ১৭ তারিখ। সেই দিন আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করতে পারে, সেইদিন আমরা মাঠে থাকব।’
তিনি বলেন, ‘২০১৮ সালে আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। সেসময় নির্বাচনী প্রচারণার সময় আমাদের ওপর হামলা করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। আমাদের ৪২টি গাড়ি ভাঙচুর করা হয়। আমাকে লক্ষ্য করে দুইবার গুলি করা হয়। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। বিগত ৮ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শিবপুরে ৩৫টি মামলা দেওয়া হয় হাজারো নেতাকর্মীর নামে। আমি এই ৩৫টি মামলা এতদিন দেখভাল করেছি, প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছি। প্রয়োজনে আমার সম্পত্তি বিক্রি করে হলেও আপনাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসব।’
তিনি আরও বলেন, ‘আমার নেতা তারেক রহমান সাহেব আপনার প্রতি উদাত্ত আহ্বান, আপনি শিবপুরের মাটিতে এসে দেখে যান আজকের জনসমুদ্র। এই জনসমুদ্র যেটা বলে আপনি সেটাই করেন।’
জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। সভায় শিবপুর আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে সভাস্থল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে একটি মিছিল বের হয়ে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
- সুমন রায়/এমআই

