Logo

সারাদেশ

বিচারক আর নারীর মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে টার্ন নেয় বলা মুশকিল : অ্যাটর্নি জেনারেল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:২৩

বিচারক আর নারীর মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে টার্ন নেয় বলা মুশকিল : অ্যাটর্নি জেনারেল

ছবি : বাংলাদেশের খবর

জজ (বিচারক) আর নারীর মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে টার্ন নেয় বলা মুশকিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মনোহরপুরে কবি গোলাম মোস্তফা একাডেমি প্রাঙ্গণে বিকেলে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি যে, জজের (বিচারকের) আর নারীর মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে টার্ন নেয় বলা মুশকিল। সুতরাং রায় না হওয়া পর্যন্ত রায় কি দেবে, আমাদের কারোরই জানার কোনো সুযোগ নেই। যেদিন রায় হবে আমরা সেদিনই জানতে পারব।’

তিনি বলেন, ‘গণভোট ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমি এই সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলার শুনানি করতে গিয়ে আদালতের সামনে বলেছি- শুধু এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কিরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি।’

তিনি আরও বলেন, ‘রায়কে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এবং নাশকতার ব্যাপারে আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটি নেওয়া হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্ত্বার নাম। আর কোনো নিষিদ্ধ সত্ত্বার নামে যেকোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি। সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবে এগিয়ে যাবে সরকার।’

কবি গোলাম মোস্তফা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ, রাজউকের সদস্য গিয়াস উদ্দিন ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

  • এম বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর