পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, মাদকসহ অস্ত্র উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৩৭
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের আরও ৭-৮ জন সহযোগী পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে পৃথক অভিযানে পুলিশ ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি

