Logo

সারাদেশ

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সরকারি ইমেইল হ্যাক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৪৭

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সরকারি ইমেইল হ্যাক

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি ই–মেইল ঠিকানা [dcsunamganj@mopa.gov.bd](mailto:dcsunamganj@mopa.gov.bd) হ্যাক হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি জনসচেতনতা বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্যাকড ই–মেইলটি বর্তমানে সম্পূর্ণ অকার্যকর। হ্যাকার ওই ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য, স্প্যাম বা প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। তাই এই ঠিকানা থেকে কোনো বার্তা পেলে তা উপেক্ষা করতে এবং কোনো তথ্য বা প্রতিক্রিয়া না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উক্ত ই–মেইলে কোনো বার্তাও না পাঠাতে বলা হয়েছে।

সরকারি যোগাযোগ বজায় রাখতে অস্থায়ীভাবে নতুন ই–মেইল ঠিকানা [dcsunamganj@gmail.com](mailto:dcsunamganj@gmail.com) ব্যবহার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ইতোমধ্যে হ্যাকিংয়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হ্যাক হওয়া সরকারি ই–মেইল পুনরায় সচল করার কাজ চলছে। কোনো সন্দেহজনক বার্তা পেলে তা জেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • মো. আব্দুল হালিম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর