আলফাডাঙ্গায় নারী ইউপি সদস্যের নেতৃত্বে ৩ নারীকে মারধর, থানায় অভিযোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২১:৪৪
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোসা. তানিয়া বেগম নামে এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিপক্ষের তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন বৃদ্ধা এবং তার দুই পুত্রবধূ রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার মৃত হামেদ মোল্যার স্ত্রী রোমেসা বেগম (৬৫), তার দুই পুত্রবধূ রাশিদা বেগম (৩৫) এবং হাসিনা বেগম (৪০)। আহতরা বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত তানিয়া বেগম বুড়াইচ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭,৮ ও ৯ নং) ওয়ার্ডের নারী সদস্য এবং হেলেঞ্চা গ্রামের মৃত. সাইদ শেখের স্ত্রী।
এই ঘটনায় শুক্রবার বিকালে ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার হেলেঞ্চা গ্রামের রোমেসা বেগমের সঙ্গে প্রতিবেশী ইউপি সদস্য তানিয়া বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে ঘটনার দিন সকালে তানিয়া বেগমের নেতৃত্বে তার দুই ছেলে ইমরান শেখ, ইমদাদুল শেখসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোমেসা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় রোমেসা বেগমের পুত্রবধূ রাশিদা বেগম (৩৫) ও হাসিনা বেগম (৪০) গুরুতর আহত হন। তাদের ঠেকাতে গেলে বৃদ্ধা রোমেসা বেগমকেও মারধর করে অভিযুক্তরা। পরে স্বজনরা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত নারী ইউপি সদস্য তানিয়া বেগম মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, 'আমরা কাউকে মারিনি। বরং তারাই (প্রতিপক্ষ) আমার ছেলে ও মেয়েকে মারধর করেছে।'
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
- মিয়া রাকিবুল/এমআই

