Logo

সারাদেশ

৪ বছরেও চালু হয়নি থানচির পানি প্রকল্প

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮

৪ বছরেও চালু হয়নি থানচির পানি প্রকল্প

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার বছর আগে শুরু হওয়া পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প ভূমি-সংক্রান্ত জটিলতার কারণে এখনো চালু হয়নি। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে উপজেলার কয়েক হাজার মানুষ। দ্রুত প্রকল্পটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, থানচি উপজেলা সদরে স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ২০২১ সালে ৮ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মি. ইউ টি মং প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছিলেন ঠিকাদার আবুল কালাম সেন্টু ও চিংথোয়াই মারমা। শুরুতে কাজ কিছুটা এগোলেও পরবর্তীতে বিভিন্ন জটিলতা, বিশেষ করে ভূমি সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পের অগ্রগতি থেমে যায়।

প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝিরি, পাহাড়ি ঝর্ণা ও কূপের পানি ব্যবহার করছেন। অস্বাস্থ্যকর পানির কারণে নারী ও শিশুসহ বহু মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের দাবি—দ্রুত প্রকল্প চালু করা না হলে শুষ্ক মৌসুমে সংকট আরও চরমে পৌঁছাবে।

টিএন্ডটি পাড়ার বাসিন্দারা জানান, বহু বছর ধরে তারা পানির সংকটে ভুগছেন। ঝর্ণা থেকে দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে পানি আনতে হয়, যা বর্ষাকালে আরও কঠিন হয়ে পড়ে।

তারা বলেন, পাহাড়ে নির্মিত পানির হাউস দেখে প্রথমে আশাবাদী হলেও বছর গড়িয়ে গেলেও তা এখনো চালু হয়নি। দ্রুত পানি সরবরাহ শুরু করার দাবি তাদের।

দূরবর্তী এলাকার বাসিন্দারা জানান, নদী ও ঝিরিই তাদের প্রধান পানি উৎস। কিন্তু শুষ্ক মৌসুমে এসব উৎস শুকিয়ে গেলে দেখা দেয় তীব্র সংকট।

অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে অধিকাংশ টিউবওয়েল, রিংওয়েল বা জিএফএস প্রকল্প শুষ্ক মৌসুমের আগেই অকেজো হয়ে পড়ে।

প্রকল্প বিলম্বের কারণ ব্যাখ্যা করে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের কাজ আটকে আছে। ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধান হলে দ্রুত প্রকল্পটি চালু করা হবে।

উল্লেখ্য, পানি সরবরাহ প্রকল্পটি চালু হলে থানচি সদরের অন্তত এক হাজার পরিবার প্রতিদিন বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ পাবে, যা দুর্গম এলাকার দীর্ঘদিনের সংকট অনেকটাই লাঘব করবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর