ফেনীর সোনাগাজী উপজেলার ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে প্রয়াত প্রধান শিক্ষক শামছুল আমিন (বাচ্চুমিয়া) স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় সোনাগাজী, ফেনী, দাগনভূঞা, মিরসরাইসহ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ওছমানীয়া উচ্চ বিদ্যালয়, ওছমানীয়া আলিম মাদ্রাসা এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৃত্তি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. খালেদ মাহমুদ টিপু জানান, পরীক্ষা চলাকালীন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ নুরুল হোসাইন, ওছমানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, এটিএম আবদুল করিম, প্রফেসর শাহ আলম, জগবন্ধু দেবনাথ, এটিএম হাবিবুর রহমান ও দেবরাজ রাজু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র সচিব এম এ মান্নান বলেন, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে চতুর্থ বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
এম. এমরান পাটোয়ারী/এআরএস