Logo

সারাদেশ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৮

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মুবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান।

বক্তারা বলেন, তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চান; তবে নির্বাচন ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই হতে হবে। সেই দাবিতে নির্বাচন-পূর্ব গণভোটসহ পাঁচ দফা কর্মসূচি নিয়ে তারা আন্দোলনে রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

রেজাউল করিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর