কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন পত্র পাঠিয়েছেন জেলার ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কসহ জেলার মুক্তিযোদ্ধারা।
শুক্রবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা ইউনিট ও জেলা ইউনিটের আহ্বায়কদের স্বাক্ষরিত আবেদনপত্র কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে পাঠানো হয়।
এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে জেলার সব ইউনিটের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন নিয়ে মুক্তিযোদ্ধারা বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান, ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তিনি এলাকায় একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলার বিতর্কিত তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজনবিদিত। এ ছাড়া তার বিরুদ্ধে আরও সাতটি সুনির্দিষ্ট অভিযোগ সভায় উত্থাপন করা হয়।
মুক্তিযোদ্ধারা তাদের দাবিতে জানান, কিশোরগঞ্জ–২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিনকে বাদ দিয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুকে মনোনয়ন দিতে হবে।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু জানান, ‘১৩ উপজেলার মুক্তিযোদ্ধাদের যৌথসভার রেজুলেশনের কপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। আশা করি দল বিষয়টি আমলে নিয়ে জনগণের স্বার্থে প্রার্থী পরিবর্তন করবে।’
আব্দুর রউফ ভূঁইয়া/এনএ

