Logo

সারাদেশ

মেহেরপুর -২ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহিলা দলের বিক্ষোভ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:৫৫

মেহেরপুর -২ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহিলা দলের বিক্ষোভ

মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির ঘোষিত মনোনয়নকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলা দল।

আজ শনিবার বেলা ১২টার সময় গাংনী পাইলট হাইস্কুল ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সমাবেশে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মহিলা দলের সম্পাদিকা সাবেক ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সম্পাদিকা খালেদা ইয়াসমিন, সভাপতি ফরিদা ইয়াসিন।

সমাবেশে বক্তব্য মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, ‘গাংনীর মানুষের মতামতের গুরুত্ব না দিয়ে, তৃণমূল বিএনপিকে গুরুত্ব না দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন আমাদের অপ্রত্যাশিত। আমরা মহিলা দল এই মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে দিতে হবে, তা নাহলে আমরা আত্মাহুতি দিতে বাধ্য হবো। আমরণ অনশন করতে বাধ্য হবো ‘

আকতারুজ্জামান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর