Logo

সারাদেশ

খাগড়াছড়িতে চীনা নাগরিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:০২

খাগড়াছড়িতে চীনা নাগরিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে অবৈধ ইন্টারনেট ভিওআইপি কার্যক্রম পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে অবৈধ ইন্টারনেট ভিওআইপি কার্যক্রম পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিক ও এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ ও বিটিআরসির যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চীনা নাগরিক জিয়াং ছেংথং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালীর মো. আসিফ উদ্দিন।

অভিযানে ৩২ পোর্ট ও ২৫৬ পোর্টের সিমবক্স, কানেকশন প্যানেল, পাওয়ার প্যানেল, ১৬০টি এন্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর, নানা ধরনের ক্যাবল ও মাল্টিপ্লাগসহ ১৬ ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

বিটিআরসির উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে রামগড় থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের আদালতে হাজির করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, বিটিআরসির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। উদ্ধারকৃত সব আলামতসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ছোটন বিশ্বাস/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর