Logo

সারাদেশ

স্নাতক গণিত অলিম্পিয়াডে অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৪ জন

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:০৮

স্নাতক গণিত অলিম্পিয়াডে অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৪ জন

১৬তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থী। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) রংপুর অঞ্চলের বাছাইপর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্টের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ শামীম রেজা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাবিপ্রবির গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান। হাবিপ্রবি থেকে সেরা দশে স্থান পাওয়া বাকি তিন শিক্ষার্থী হলেন- ২১ ব্যাচের শিক্ষার্থী তবিবুর রহমান (৬ষ্ঠ স্থান), ২৩ ব্যাচের শিক্ষার্থী কবির রহমান (৭ম স্থান) এবং জগৎপতি রায় (১০ম স্থান)।

হাবিপ্রবি থেকে বিজয়ী শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘যে কোনো জয়ই সামনের দিকে যাওয়ার প্রেরণা দেয়। অনেক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হাবিপ্রবির গণিত বিভাগ এগিয়ে যাচ্ছে আপন গতিতে। অলিম্পিয়াডের পাশাপাশি বিদেশে স্কলারশিপ এবং গবেষণায় মেধার স্বাক্ষর রাখছে হাবিপ্রবির গণিত বিভাগ। এমন অগ্রযাত্রার অংশীদার হয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে হাবিপ্রবির গণিত বিভাগ এমন আশাবাদ ব্যক্ত করছি।’

এবারের প্রতিযোগিতায় রংপুর বিভাগের ১০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে মোট ১৫৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি অঞ্চল থেকে বিজয়ী ১০ জন করে শিক্ষার্থী আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

তালহা হাসান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর