Logo

সারাদেশ

বাগেরহাটে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:২৬

বাগেরহাটে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

বাংলাদেশের খবর

বাগেরহাটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের ভৈরব নদীর পাড়ে বাগদিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজ শুরু করে জামায়াতে ইসলামীর শতাধিক কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের বাগদিয়া গ্রামের প্রায় এক কিলোমিটার গ্রাম রক্ষা বাঁধ নদীর ভাঙন ও জোয়ারের পানির দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি ছিল।

কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় জামায়াতের কর্মীরা স্বেচ্ছাশ্রমে নদীর পাড়ে গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করেন। স্বেচ্ছাশ্রম কার্যক্রমে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা ফেরদৌস আলী, বিষ্ণুপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সাইদুর রহমান, ইউনিয়ন সভাপতি দিদারুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান সিকদার, জামায়াত নেতা শেখ নজরুল ইসলাম ও মো. কালিমুল্লাহ প্রমুখ।

বাগেরহাটে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা ফেরদৌস আলী বলেন,‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও সামাজিক দায়িত্ব। ভৈরব নদীর ভাঙনে বহু পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সে কারণেই দলমত–নির্বিশেষে এলাকাবাসীর কল্যাণে স্বেচ্ছাশ্রমের উদ্যোগ নিয়েছি। এর আগে পানিঘাট ও চাপাতলা এলাকার তিন কিলোমিটার বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

শেখ আবু তালেব/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর