Logo

সারাদেশ

সীতাকুণ্ডে ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:১৯

সীতাকুণ্ডে ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়বকুণ্ডের আলিনগরের একটি গোয়ালঘরের পাশে ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, ‘বাড়বকুণ্ড ইউনিয়নের একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র মজুত রয়েছে’ -এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি ট্রিগারযুক্ত কালো রঙের দু’নালা শুটারগান, একটি ট্রিগারযুক্ত একনলা শুটারগান, সবুজ রঙের ১২টি ১২ বোর কার্তুজ, দেশীয় ছুরি, দেশীয় রামদা এবং একটি লাল রঙের বেসবল ব্যাট।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর