Logo

সারাদেশ

গাছকাটা নিয়ে মুখোমুখি সওজ ও গণপূর্ত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:১৯

গাছকাটা নিয়ে মুখোমুখি সওজ ও গণপূর্ত

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় সড়ক ও জনপথ এবং গণপূর্ত অধিদপ্তরের অফিস সংলগ্ন প্রায় এক একর জায়গার বাগানের গাছ কাটা নিয়ে দুই সরকারি দপ্তরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক সার্কেল কুষ্টিয়ার নতুন ভবন নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাগানের গাছ কাটার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ। পরে রাজশাহীর নির্বাহী বৃক্ষপালনবিদ অপারেশন ডিভিশন নিলাম দরপত্রের মাধ্যমে ওই এলাকায় ৭০টি গাছ নওগাঁর ‘এ এম কে ট্রেডার্স’ কোম্পানিকে ১ লাখ ৮১ হাজার ৪০০ টাকায় বিক্রি করে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ট্রেডার্সের কর্মীরা গাছ কাটা শুরু করলে গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা বাধা দেন। তারা দাবি করেন, এই গাছ গণপূর্ত রোপণ করেছে এবং আদালতে জমিসংক্রান্ত মামলা চলমান থাকায় কাটা যাবে না। 

গণপূর্ত অফিস সহকারী সোহেল রানা বলেন, ‘জমি সড়ক ও জনপথের নামে রেকর্ডে থাকলেও আমরা মামলা করেছি। গোপন টেন্ডারের মাধ্যমে গাছ বিক্রি করা হয়েছে। আমরা রোববার পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখার অনুরোধ করেছি।’

অপরদিকে, সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শরিফুল ইসলাম বলেন, ‘জমি সড়ক ও জনপথের নামে রয়েছে। মামলার রায়ও আমাদের পক্ষে এসেছে। গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে, এখানে কারও আপত্তি থাকার কথা নয়।’

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মঞ্জুরুল করিম আরও বলেন, ‘জমি যার, গাছও তার। আদালতে মামলাও থাকলেও গাছ না কাটার কোনো নির্দেশনা নেই। ৭০টি গাছের নিলাম সম্পূর্ণ ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে।’

ঘটনার ফলে সরকারি দুই দপ্তরের মধ্যে জমি ও গাছের মালিকানা নিয়ে তর্ক-দ্বন্দ্ব চলছেই।

  • আকরামুজজামান আরিফ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর