কলাপাড়ায় জলবায়ু ন্যায় বিচারের দাবিতে সাইকেল র্যালি ও মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৩০
জলবায়ু ন্যায় বিচারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
জলবায়ু ন্যায় বিচারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসীর’ আয়োজনে হেলিপ্যাড মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননু, সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন মিন্টু এবং ‘আমরা কলাপাড়াবাসীর’ সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব তুলে ধরে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাকারিয়া জাহিদ/এমবি

