নরসিংদী-২ আসনে জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৩২
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে
শোভাযাত্রাটি নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান। এর আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমির আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেলারেল মাসুদ করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন।
- মো. বেলায়েত হোসেন/এমআই

