Logo

সারাদেশ

রূপগঞ্জে ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৪২

রূপগঞ্জে ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমলাব এলাকায় মুন্সি ফিলিং স্টেশনের সামনে থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ  উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ফিলিং স্টেশনের কর্মচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ওসি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক ধারণা, ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ বলে জানান তিনি।

এন বি আকাশ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর