Logo

সারাদেশ

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:০৮

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১)।

জানা গেছে, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান ডিউটির সময় তথ্য পান যে, বিশ্বম্ভরপুরের চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলযোগে অস্ত্রের কার্তুজ পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকালেই সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।

সকাল ৭টার দিকে দুটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার নির্দেশ দেন ডিবি পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। তবে অপর মোটরসাইকেলটি আটক করতে সক্ষম হয় পুলিশ। তল্লাশিতে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুইজনসহ পালিয়ে যাওয়া অপর দুইজনের বিরুদ্ধেও জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • মো. আব্দুল হালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর