Logo

সারাদেশ

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন চান শীর্ষ নেতারা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:১৭

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন চান শীর্ষ নেতারা

ছবি : বাংলাদেশের খবর

ফেনী - ২ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন চাইলেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে প্রার্থী পরিবর্তন চেয়ে রিভিউর জন্য লিখিত আবেদন করা হয়।

লিখিত আবেদন স্বাক্ষর করেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী ও এয়াকুব নবী। 

এতে উল্লেখ করা হয়, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ফেনী-২ সংসদীয় আসনের বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী। বিগত ১৭ বছর আমরা জীবন বাজি রেখে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করি এবং আমাদের বিরুদ্ধে শতশত মিথ্যা ও হয়রানি মূলক মামলা হয়েছে। আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি।

দুর্ভাগ্যের বিষয় আমরা স্বাক্ষরকারীগণ কয়েকজন দলের মনোনয়ন চাইলেও আমাদের গভীর ত্যাগের মূল্যায়ন না করে এবং তৃণমূলের নেতা কর্মীদের মতামতকে উপেক্ষা করে জয়নাল আবেদীন ভিপিকে ফেনী-২ আসনে প্রাথমিক মনোনয়ন প্রদান করা হয়েছে। যেখানে দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিবসহ সিনিয়র নেতাকর্মীরা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, সেখানে আওয়ামী ছত্রছায়ায় মহাজোট সরকারের জাসদঘরানার মন্ত্রীদের আশ্রয় প্রশ্রয়ে জয়নাল আবেদীন ভিপি আরামে জীবন যাপন ও ব্যবসা বাণিজ্য করেছেন। এমনকি তাকে একদিনের জন্য কারাগারে যেতে হয়নি। যারা কারাগারে ছিল তাদেরকেও কোনো সহযোগিতা করেননি। করোনা মহামারী ও ফেনী ভয়াবহ বন্যার সময়ও এলাকায় আসেননি। ২০২৪ এর গণঅভ্যুত্থানে ও তাকে দেখা যায়নি। এমনকি তার ফেইসবুক প্রোফাইল লাল রং অথবা আন্দোলনের সমর্থনে কোনো কর্মকাণ্ডেও নেই। কোনো সমস্যা হলে বার্ধক্যজনিত অসুস্থ বলে পাশ কাটিয়ে যেতেন। এই মনোনয়নের ফলে তৃণমূলে মারাত্মক রকমের ক্ষোভ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। এ জন্য ফেনী সংসদীয় আসন-২ আসনে ধানের শীষের মনোনয়ন পুনঃবিবেচানা হওয়া আবশ্যক।’

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ফেনী-২ আসনে ধানের শীষের ঘোষিত প্রার্থী পরিবর্তন চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিতভাবে রিভিউ আবেদন করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরাসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দলের দুঃসময়ের রাজপথে সক্রিয় থেকে মামলা হামলার শিকার, ত্যাগী এবং নির্যাতিতদের নেতাদের মূল্যায়ন চাই। এই দাবি জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব ও সকল যুগ্ম আহবায়ক লিখিত আবেদন করেছেন, তবে আমাদের আবেদন এর বিষয়টি দলের নীতি নির্ধারণী মহল চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, ফেনী-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার পরপরই জেলা বিএনপি নেতারা প্রার্থী পরিবর্তনের দাবি ধান খেতে রিভিউ প্রত্যাশায় ছবি পোস্ট করার পাশাপাশি সামাজিক মাধ্যমে লেখালেখি করে আসছে। তবে প্রার্থী বদলের জ্বালাও পোড়াও বাদ দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে ভিন্নতা এনে বিশ্ব গণমাধ্যমে বেশ আলোড়ন তৈরি করছে জেলা বিএনপির নেতারা।

  • এম. এমরান পাটোয়ারী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর