ছবি : বাংলাদেশের খবর
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ.স.ম. সায়েম তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ শুরু করেছেন। এই গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করল দলটি, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মুক্তি মোড় থেকে প্রার্থীর গণসংযোগ শুরু হয়।
এসময় দলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রার্থীর সঙ্গে যোগ দেন। নেতাকর্মীরা 'দাঁড়িপাল্লা' প্রতীকের সমর্থনে স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা অতিক্রম করেন।
গণসংযোগে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট আ.স.ম. সায়েম। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের কাছে 'ন্যায় ও ইনসাফ' প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট চান। প্রায় ঘণ্টাব্যাপী এই গণসংযোগ শহরের বিভিন্ন এলাকা ঘুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গণসংযোগের সমাপনী উপলক্ষে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। সেখানে প্রার্থীর সমর্থক ও সাধারণ মানুষের ভিড় জমে।
পথসভায় অ্যাডভোকেট আ.স.ম. সায়েম বক্তব্যে বলেন, ‘নওগাঁ সদরবাসী দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, আমি সেগুলোর সমাধানে কাজ করতে বদ্ধপরিকর। বিশেষ করে, নওগাঁর কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করা এবং তরুণদের জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমার মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচারের প্রতীক। আমরা জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সংসদ যেতে চাই। আমি আশা করি, ভোটাররা কোনো ভয় বা প্রলোভনের কাছে মাথা নত না করে, তাদের মূল্যবান ভোট দিয়ে এলাকায় একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।’
- এম এ রাজ্জাক/এমআই

