Logo

সারাদেশ

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪০

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী চন্দনাইশে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময়কালে নাজিম উদ্দীন চৌধুরী বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্রকাঠামো মেরামত ও সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা দিয়েছেন, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেক দফা বাস্তবায়ন করছে। এই দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশে পার্লামেন্ট চিন্তাধারা সর্বক্ষেত্রে প্রতিফলিত হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশ তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে পরিচালিত হবে।’

নাজিম উদ্দীন আরও বলেন, ‘চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে, তা বিএনপি শাসনের সময়ে বাস্তবায়িত হয়েছে। এটি কোনো ব্যক্তির নয়, দলীয় উন্নয়ন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিএনপির প্রার্থীকে জয়ী করে দেশ শাসনে সহযোগিতা করার আহ্বান জানাই।’

মতবিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও আইনজীবী ফোরামের নেতারা অ্যাডভোকেট রফিক আমহদ, আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট জসিম উদ্দীন হিমেল, ইউনুছ গণি বাবুল, ফেরদৌস ওয়াহিদ, জাহাঙ্গীর আলম, মো. হারুন সওদাগর, আল মোহাম্মদ হিরু প্রমুখ।

  • মো. শহীদুল ইসলাম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর