Logo

সারাদেশ

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৭

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে ইউনুস (৩৫) নামে এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বসুন্ধরা ফুড অ্যান্ড ভেভারেজ কোম্পানির পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস বরিশালের বানাইপাড়া ইউনিয়নের ওমরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

এ বিষয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার গত বৃহস্পতিবার মেঘনা নদীতে ডুবে যায়। ড্রেজারে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন পানিতে ডুবে মারা যান।

  • মো. সজীব হোসেন/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর