Logo

সারাদেশ

ফেনীতে টাইফয়েড টিকা পেল ৪ লাখ ২২ হাজার শিশু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৫২

ফেনীতে টাইফয়েড টিকা পেল ৪ লাখ ২২ হাজার শিশু

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ৪ লাখ ২২ হাজার ৪ শত ৬৭ জন শিশু পেলো টাইফয়েড টিকা। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম শেষ হয় (১৩ নভেম্বর) বৃহস্পতিবার।

মাসব্যাপী চলা ক্যাম্পেইনে জেলায় এবার লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমে জেলায় ৪ লক্ষ ২৫ হাজার ৪ শত ৩৭ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল।

এরমধ্যে ৪ লক্ষ ২২ হাজার ৪ শত ৬৭ জন শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যা লক্ষ্যমাত্রা ৯৯ শতাংশ। এরমধ্যে কমিউনিটি ক্লিনিকে ১ লক্ষ ৩০ হাজার ৩ শত ১০ জনকে দেওয়ার কথা থাকলেও ১ লক্ষ ৩২ হাজার ১ শত ৫৬ জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। নিয়মিত গড়ে ৭ হাজার ২ শত ৪৮ জন শিশুকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘আমরা সকলের সহযোগিতায় বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, তথ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্টসহ সবার সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে ৯৯ শতাংশেরও বেশি লক্ষ্যমাত্রার অর্জন করতে পেরেছি।’

  • এম. এমরান পাটোয়ারী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিকাদান কর্মসূচি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর