Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৫

নারায়ণগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে কোনো লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি। 

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসের বডি, সিট, ভেতরের অংশ ও জানালার কাচ পুড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো ধরনের নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস। 

শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, ‘সেখানকার নৈশ প্রহরী বাবুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে দেখে বাসে আগুন লেগেছে। বাসের বডি, সিট ও জানালার কাচ পুরোপুরি পুড়ে গেছে। তবে বাসের আশপাশে কোনো লোকজন দেখা যায়নি।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্যাস পুড়ে গেলেও ভেতরে কোনো মানুষ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর