Logo

সারাদেশ

খাদ্যবান্ধব কর্মসূচি

চালের বদলে মিলছে টাকা, আঙুলের ছাপ দিচ্ছে ডিলারের ছেলে

Icon

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

চালের বদলে মিলছে টাকা, আঙুলের ছাপ দিচ্ছে ডিলারের ছেলে

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল না দিয়ে সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, চাল গ্রহণের প্রক্রিয়ায় সুবিধাভোগীর বদলে আঙুলের ছাপ দিচ্ছেন ডিলারের ছেলে। তিনি (ডিলার) সান্তাহার পৌর শ্রমিক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি।

শনিবার (১৫ নভেম্বর) ছাতিয়ান গ্রাম ইউনিয়নের পূর্ব ঢাকারোড এলাকায় ডিলার পয়েন্টে সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি ১৫ টাকায় চাল বিতরণের পরিবর্তে কার্ডধারীদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। আর বিতরণ নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ডিলারের ছেলে নিজের আঙুলের ছাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে ডিলার রানা আহম্মেদ দাবি করেন, ‘আমি কাউকে টাকা দিইনি।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার আবুল বাশার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিতরণ স্থলে দায়িত্বে থাকার কথা থাকলেও কোনো মাঠ-পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘এটা আমাদের অতিরিক্ত দায়িত্ব। এ কাজের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিব আলী বলেন, ‘আমার কাজ শুধু স্টক মিলানো। চালের বদলে টাকা দেওয়া বন্ধ করতে বললে আমাদের দোকানে ঢুকতেই দেয় না। রাজনৈতিকভাবে বাধা দেয়।’

  • রাকিবুল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর